মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে এবার বাংলাদেশ টেলিকমিউনিকেন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার লাইন কেটে দিয়েছে হরতাল সমর্থক জামায়াত-শিবিরকর্মীরা। সদর উপজেলার রাজনগরের দীন দত্ত সেতু এলাকায় রবিবার সকাল ৯ টার দিকে তারা এ ঘটনা ঘটায়। এর ফলে মেহেরপুর ও চুয়াডাঙ্গা এখন ইন্টারনেটবিহীন অবস্থায় আছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রবিবার ৯ টার দিকে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে দীন দত্ত ব্রিজ এলাকা অবরোধ করে রাখে দলের নেতাকর্মীরা। এ সময় তারা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বিটিসিএল’র অপটিক্যাল ফাইবার লাইনটি কেটে দেয়।

মেহেরপুর জোনের বিটিসিএলের প্রকৌশলী আবু তাহের জানান, এর আগে বুধবার বিএনপি নেতৃত্বধীন ১৮ দলের অবরোধকারীরা ক্যাবল কেটেছিল। এবার আবার রবিবার সকাল ৯ টার দিকে হরতালকারী জামায়াত-শিবিরকর্মীরা ক্যাবলটি কেটে দেয়।

তিনি আরো বলেন, বিটিসিএল’র লাইনটি ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় পৌছেছে। এখন বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। সেখান থেকে যখন পদক্ষেপ নেবে তখনই মেরামত করা সম্ভব হবে।

(দ্য রিপোর্ট/এমআর/এইচএস/এপি/ডিসেম্বর ১৫, ২০১৩)