দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, ‘নির্বাচন একটি আইনি প্রক্রিয়া। একে মাঝপথে থামানো সম্ভব নয়।’

রবিবার রাত সাড়ে ১১টায় নিজ কার্যালয় থেকে বের হওয়ার পথে সাংবাদিকর এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘ব্যালট পেপার ছাপানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ব্যালট ছাপাতে বিজি প্রেসে পাঠানো হয়েছে।’

বিনা প্রতিদ্বন্দ্বিয়তায় ১৫৪ প্রার্থী জয়ী হয়েছেন, সিইসি হিসেবে আপনি লজ্জিত কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেখানে স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে সেখানে আমাদের কিছুই করার নেই।’

মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ প্রয়োগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।’

(দ্য রিপোর্ট/এমএস/এএস/এনডিএস/ডিসেম্বর ১৫,২০১৩)