দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পাবনায় অস্ত্র মামলায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে একজনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এই রায় প্রদান করেন।

আব্দুর রাজ্জাক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের নূর আলী মৃধার ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

র‌্যাব তার কাছ থেকে ১টি শাটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে এবং র‌্যাব-১২-এর ডিএডি মোহাম্মদ বখতিয়ার বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে ৩টি মামলাসহ চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর জামিন নিয়ে সে পলাতক রয়েছে।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আকতারুজ্জামান মুক্তা ও আসামি পক্ষে অ্যাডভোকেট তায়জুল ইসলাম।

(দিরিপোর্ট২৪/এফএস/এএস/অক্টোবর ২৫, ২০১৩)