বিজয় দিবসে মুখরিত ঢাবি ক্যাম্পাস
ঢাবি প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছে। বিভিন্ন সামজিক এবং সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে।
রোববার রাতে সরেজমিনে ঘুরে ক্যাম্পাসের এমন আনন্দঘন মুহূর্ত দেখতে পাওয়া যায়।
ক্যাম্পাসের একটি গুরুত্বপূর্ণ স্থান টিএসসি। বিজয় দিবস উপলক্ষে এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজয় দিবসের কবিতা ছাড়াও এখানে দেশাত্মবোধক গান পরিবেশিত হচ্ছে। টিএসসির পাশেই ডাচ চত্বর(স্বোপার্জিত স্বাধীনতা)। সেখানে ঢাকাবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ‘বিজয় নিশান’ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। যেগুলোর মধ্যে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের আলোকচিত্র প্রদর্শিত হয়।
এছাড়া রাত ১২টা ১মিনিটে বিজয়ের প্রথম প্রহরে রাজু ভাস্কর্যের সামনে আতশবাজির মাধ্যমে উৎসব পালন করবে টিএসসিভিত্তিক সামাজিক সংগঠন ‘স্লোগান’ একাত্তর’।
(দ্য রিপোর্ট/জেএইচ/ডিসেম্বর ১৬, ২০১৩)