স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসঙ্গে সোমবার সকাল ৬টা ৩৯ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর কিছক্ষণ পর আওয়ামী লীগ সভানেত্রী ও ১৪ দলের প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলু, নির্বাচনকালীন সরকারের প্রতিমন্ত্রী জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
এর পর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নের (অব.) শওকত আলী। তারপর তিন বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেন।
(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/ডিসেম্বর ১৬,২০১৩)