চীনের জিনজিয়াং প্রদেশে সংঘর্ষে নিহত ১৬
দ্য রিপোর্ট ডেস্ক : চীনের পশ্চিমাঞ্চলে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি নিউজ পোর্টাল জানিয়েছে। খবর বিবিসির।
জিনজিয়াং প্রদেশের কাশাগার গ্রামে রবিবার রাতে এ সংঘাতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামে বিস্ফোরক দ্রব্য ও ছুরিসহ একদল মানুষ হামলা চালালে পুলিশ গুলি ছোঁড়ে। এতে ১৪জন নিহত হয়। এসময় দুই পুলিশ সদস্যও নিহত হয়েছে বলে ওই নিউজ পোর্টালটি জানিয়েছে।
ওই প্রদেশের তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ার এ ঘটনা যাচাই করা কষ্টসাধ্য।
জিনজিয়াং প্রদেশেই সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায় বাস করে। এখানে প্রায়ই বিক্ষিপ্ত সংঘাতের ঘটনা ঘটে।
এইসব সংঘাতের জন্য সরকার উগ্রপন্থীদের দায়ী করলেও উইঘুর সম্প্রদায় এজন্য গোষ্ঠীগত অস্থিরতাকে দায়ী করে আসছে।
এছাড়া চলতি বছরের অক্টোবরে চীনের ঐতিহাসিক তিয়েনানমেন স্কয়ারে এক গাড়ি দুর্ঘটনার জন্যও উইঘুর সম্প্রদায়কে দায়ী করেছে পুলিশ।
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৬, ২০১৩)