দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েল-লেবানন সীমান্তে লেবানন থেকে নিক্ষেপ করা গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী এ খবর নিশ্চিত করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানন সেনাবাহিনীর একজন স্নাইপার এ হামলা চালিয়েছে। অন্তত সাতটি গুলি ছোঁড়া হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম ও নিহত সেনার পরিবারের সদস্যরা জানায়, রোশ হানিক্রা বর্ডার ক্রসিংয়ের কাছে এ হামলা চালানো হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন জানায়, তারা এই ‘গুরুতর ঘটনা’ সম্পর্কে জানতে পেরেছেন।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চল দিয়ে ইসরায়েলের হেলিকপ্টার উড়তে দেখা গেছে বলে ইসরায়েলের একটি সংবাদপত্র জানিয়েছে।

লেবাননের সেনাবাহিনী ওই এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে বলে জানা গেছে।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না বলে ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করেছে।

এর আগেও ইসরায়েলি সেনারা সীমান্ত পার হয়ে লেবাননে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন অভিযোগে লেবানন থেকে তাদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধও হয়েছে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৬, ২০১৩)