পাকিস্তানে শিয়াপন্থী দলের নেতাকে গুলি করে হত্যা
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের শিয়াপন্থী তেহরিক-ই-নিফাজ ফিকা জাফফেরিয়া (টিএনএফজি) দলের নেতা আল্লামা নাসির আব্বাসকে রবিবার রাতে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা গুলি করে হত্যা করেছে। খবর এনডিটিভির।
পুলিশ সুপার তারিখ আজিজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রবিবার রাত ১১টার দিকে একটি বৈঠক শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে অস্ত্রধারীরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
মারাত্মক আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ সময় আব্বাসের সঙ্গে থাকা তার ছাত্র ও গাড়িচালক অক্ষত হয়েছেন।
এদিকে আব্বাসের নিহত হওয়ার খবর শুনে তার অনুসারীরা হাসপাতালে গিয়ে বিক্ষোভ করতে থাকে।
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/ডিসেম্বর ১৬, ২০১৩)