দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানে একটি ভ্যানের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।

সোমবার সকালে গুজরানওয়ালা শহরের খান বাঘ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তেলবাহী ট্যাঙ্কারটি গুজরানওয়ালার দিকে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভ্যানটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। এতে ভ্যানে থাকা সাতজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ তেলবাহী ট্যাঙ্কারটির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।( সূত্র: এপিপি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৬, ২০১৩)