দ্য রিপোর্ট ডেস্ক: ইসরায়েল-লেবানন সীমান্তে এবার ইসরায়েলি সেনাদের গুলিতে দুই লেবানন সেনা নিহত হয়েছেন। সীমান্ত এলাকায় লেবানন সেনাবাহিনীর স্নাইপার হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, সন্দেহজনক গতিবিধির কারণে ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে।

তবে এ ব্যাপারে লেবাননের তরফ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

২০১০ সালে ইসরায়েল-লেবানন সীমান্তে লেবানন আর্মির স্নাইপার হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সে সময় ইসরায়েলি সেনাদের গুলিতে তিন লেবাননের সেনাও নিহত হন। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)