সাতক্ষীরায় বিজয় দিবস পালিত
সাতক্ষীরা সংবাদদাতা : উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
সাতক্ষীরা স্টেডিয়ামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রদর্শনী, রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নতুন করে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, পুলিশ সুপার চৌধুরী মঞ্জরুল কবীর প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/এমআর/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)