শিল্পকলায় নারী নির্মাতাদের ছবি নিয়ে উৎসব
২৫ নারী নির্মাতার ৩৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে।
রবিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন এবং নারী নির্মাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী।
সম্মাননা পাওয়া নির্মাতাদের মধ্যে আছেন- রোজী আফসারী (প্রয়াত), শামীম আখতার, ইয়াসমিন কবির, ক্যাথরিন মাসুদ, কোহিনূর আক্তার সুচন্দা, সারাহ বেগম কবরী, আরিফা পারভীন জামান মৌসুমী, সামিয়া জামান, নার্গিস আক্তার, ফৌজিয়া খান, শবনম ফেরদৌসি, রেশমী আহমেদ, শামীমা বিনতে রহমান, হুমায়রা বিলকিস, সৈয়দা নিগার বানু, মিলি রহমান, সামিরা হক, উম্মুল ফাতেমা পুষ্প, সুমায়া ইসলাম, তাসমিয়া আফরিন মৌ, শাহনেওয়াজ কাকলী, নাসরিন সিরাজ এ্যানী, রোকেয়া প্রাচী প্রমুখ।
উৎসবের দ্বিতীয় দিন থেকে ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বিকেল ৩টা, ৫টা এবং সন্ধ্যা ৭টায়।
(দি রিপোর্ট২৪/এইচএস/জেএম/অক্টোবর ০৫, ২০১৩)