সিলেট সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার রাতে জেগে উঠে নগরী। নানা শঙ্কা আর আতঙ্ক জয় করে সাধারণ মানুষের ঢল নামে সিলেটের জিন্দা বাজারে। এ সময় তারা শ্রদ্ধা ভরে স্মরণ করে শহীদদের।

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আবারো দাবি ওঠেছে সকল যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকরের। রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ।

এরপর একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিট, সিসিক আরিফুল হক চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সিলেটের পুলিশ সুপার।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)