দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে কারাগার থেকে রাজধানীর বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

৩০ নভেম্বর ভোর ৪টার পর কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী আহমেদসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শাহবাগে বাসে আগুন দেওয়াসহ তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর পর তার বিরুদ্ধে তিন মামলায় মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ৯ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুর তার বিরুদ্ধে আনা রিমান্ড এবং একই সঙ্গে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/টিএস/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)