মঞ্চ প্রস্তুত, আসছে স্বপ্নের ট্রফি
দ্য রিপোর্ট প্রতিবেদক : ফুটবলামোদীদের প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে। মঙ্গলবার দুপুরেই ঢাকায় আসছে বিশ্বকাপ ফুটবলের মূল ট্রফি। ফিফার একটি বিশেষ বিমানে চড়ে দুপুর ১টা ৫মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে ট্রফি। আর ওই স্বপ্ন ট্রফিবরণ করতে প্রস্তুতির চূড়ান্তপর্বে রয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
বিমান বন্দরে বাংলাদেশের হয়ে কে ট্রফি গ্রহণ করবে; এটা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পিআরও আহাসান আহমেদ অমিত বলেছেন, ট্রফিটি গ্রহণ করার জন্য আমরা রাষ্ট্রপ্রতির সঙ্গে যোগাযোগ করেছি। তিনি এখনও পর্যন্ত আমাদের কিছু জানানি। রাষ্ট্রপ্রতি যদি ট্রফিটি গ্রহণে অসম্মতিজ্ঞাপন করেন; সেক্ষেত্রে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন ট্রফিটি গ্রহণ করবেন।
বিমান বন্দর থেকে ট্রফিটি আনা হবে হোটেল রেডিসনে। সেখানে সন্ধা ৬টায় সংবাদ সম্মেলন এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রফিটির প্রদর্শনী হবে বুধবার ও বৃহস্পতিবার। ইতোমধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে পরিপাটি করার কাজ চলছে। কোলাকলার বাহারী লগো-উজ্জ্বল বিভিন্ন গেইট সাজানো হচ্ছে। চলছে ধোয়া-মোছায় কাজ। এই দুইদিন ট্রফিটি খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন ১৫ হাজার পূর্বনির্দিষ্ট দর্শনার্থী। ট্রফির সঙ্গে ছবি তুলে ইতিহাসের সাক্ষীও হয়ে থাকার সুযোগ থাকছে তাদের। কোকোকোলার বোতলের ঢাকনার নিচে গোপন নাম্বার এসএমএস করে ট্রফি দেখার টিকিট পেয়েছেন দর্শনার্থীরা।
বাংলাদেশে এটাই প্রথম ট্যুর বিশ্বকাপের মূল ট্রফিটির। এর আগে ২০০২ সালে বাংলাদেশে এ ট্রফিটির রেপ্লিকা এসেছিল।
(দ্য রিপোর্ট/ওআইসি/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩ )