যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সার্জেন্ট নিহত
যশোর সংবাদদাতা : যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় আবু নাঈম (৪২) নামের পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে নওয়াপাড়া বাজারের কাকলি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।
অভয়নগর থানার ওসি ইমদাদ হোসেন জানান, সার্জেন্ট আবু নাঈম সাদা পোশাকে মোটরসাইকেলযোগে খুলনা থেকে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে নওয়াপাড়া বাজারের কাকলি হোটেলের সামনে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি ইমদাদ হোসেন আরো জানান, সার্জেন্ট আবু নাঈমের কাছে পুলিশের ওয়ারলেস ছিল। তার মৃত্যুর খবর খুলনা মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে। তবে কি কারণে তিনি যশোর যাচ্ছিলেন তা জানাতে পারেননি তিনি। নিহত আবু নাঈমের বাড়ি ঢাকার মিরপুরে।
আটক ট্রাকচালক হারুন-অর-রশিদ লক্ষীপুর জেলার পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত আক্কাস মিয়ার ছেলে এবং হেলপার ময়নাল হক মানিকগঞ্জের আওরঙ্গবাদ এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)