দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দল ঘোষিত দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফলের আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ আহবান জানান।

এর আগে বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৮ দলের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে ড. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘নোয়াখালী, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, জয়পুরহাট, লালমনিরহাট জেলার পাটগ্রাম ও নীলফামারী জেলা সদরসহ বিভিন্ন স্থানে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযানে ব্যাপক গণহত্যা, গণগ্রেফতার, বাড়িতে বাড়িতে হামলা এবং লুটতরাজ চালাচ্ছে।’ গত ৪ দিনে ৪৭ জন লোককে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুলি চালিয়ে জনগণকে হত্যা করা যেতে পারে, কিন্তু জনতার আন্দোলন দমন করা যাবে না। জনতার শক্তি অস্ত্রের শক্তির চাইতেও অনেক শক্তিশালী। জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে অতীতের স্বৈরশাসকদের যেমন পতন ঘটেছিল, এ সরকারকে তার চেয়ে করুণ পরিণতি বরণ করতে হবে।’

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/ডিসেম্বর ১৬, ২০১৩)