যশোরে বুধবার আধাবেলা হরতাল
যশোর সংবাদদাতা : বিএনপি নেতা মাসুদুর রহমান হত্যার প্রতিবাদে জেলা বিএনপি বুধবার আধাবেলা হরতাল ডেকেছে। সোমবার সন্ধ্যার পর মিছিলপূর্ব সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
সকালে সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামে মাসুদুর রহমান মাসুদ নামের এই বিএনপি নেতাকে হাতুড়ি পেটা করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, মাসুদ হত্যার প্রতিবাদে তারা সন্ধ্যায় শহরের বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলপূর্ব সমাবেশ থেকে বুধবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহবান করা হয়েছে।
তিনি আরো জানান, সোমবার সকালে মোবাইল ফোন রিফিল করার উদ্দেশে মাসুদ তালবাড়ীয়ার শান্তিমোড় বাজারে যান। এসময় আওয়ামী লীগের সন্ত্রাসী আসমত, টিপু, ফিরোজ, আমিনুল, আশিকুল, আসাদুল, রাজু ও আনারুল তাকে ধাওয়া করে। আক্রান্ত মাসুদ পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা তাকে সেখান থেকে ধরে নিয়ে হাতুড়িপেটা করে।
স্থানীয়রা পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পথে ফরিদপুরের মধুখালীর কাছে তিনি মারা যান।
নিহত মাসুদ যশোর সদর উপজেলার মালিয়াট গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)