সুয়ারেজ ভেলকিতে বড় জয় লিভাপুলের
দ্য রিপোর্ট ডেস্ক : এক সুয়ারেজ ভেলকিতেই এখন লিগের দ্বিতীয় স্থানে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা আর্সেনালের সঙ্গে লিভারপুলের পয়েন্ট ব্যবধান এখন ২। ১৬ ম্যাচে চেলসির পয়েন্টও ৩৩। তবে গোল গড়ে এগিয়ে লিভারপুল। রবিবার টটেনহ্যামের জালে ৫ গোল জড়িয়ে পাকা করেছে এই অর্জন।
খেলা অনুষ্ঠিত হয়েছে প্রতিপক্ষ টটেনহ্যামের স্টেডিয়ামে; তাতে যোগ হয়েছিল বাড়তি চাপ। সঙ্গে অধিনায়কত্বের চাপ। কিন্তু কোথায় চাপ-টাপ। আসলে স্টিভেন জেরার্ডের অনুপস্থিতিতে ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল সুয়ারেজের। দলের দায়িত্ব কিভাবে পালন করতে হয় তার দুর্দান্ত নজীর দেখিয়েছেন উরুগুয়ের এই ফুটবলার।
বলা যায় গোলের জন্য শুরু থেকেই চেপে ধরেছে তারা। পাত্তা নেই স্বাগতিকদের। সবুজাভ হোয়াইট হার্ট লেনে ম্যাচের ১৮ মিনিটে লিভারপুল এগিয়েছে সুয়ারেজের গোলেই। প্রথম দফা গোল করতে দারুণ এক পাস দিয়েছিলেন জর্ডান হেন্ডারসনকে। কিন্তু মারি মারছি করে পারছিলেন না। অবশেষে দৌড়ে দিয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়েছেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক। আরো ২২ মিনিট অপেক্ষা। ঠিক ম্যাচের ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছেন লিভারপুলের হয়ে প্রথম সুযোগ মিস করা হেন্ডারসন। অপ্রতিরোধ্য সুয়ারেজকে রুখতে যারপরনাই চেষ্টা-তব্দির করেছে স্বাগতিক দল। তারই নমুনা দেখা গেছে ম্যাচের ৬২ মিনিটে; সুয়ারেসের সরাসরি বুকে লাথি মেরেছেন পাওলিনিয়ো। সঙ্গে সঙ্গে লাল কার্ড। দশ জনের টটেনহ্যাম সুয়ারেজদের একের পর এক আক্রমণে কোনঠাসা । কিন্তু গোলের দেখা সেই ৭৫ মিনিটে। এখানেও সুয়ারেজ। তার পাস থেকে ব্যবধান ৩-০ করেছেন জন ফ্ল্যানেগান। ম্যাচের ৮৪ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে ভেলকি দেখিয়েছেন সুয়ারেজ; করেছেন নিজের দ্বিতীয় গোল। দলের শেষ গোলের উৎস রচনা করেছেন সুয়ারেজ। ৮৯ মিনিটে পঞ্চম গোলটি করেছেন স্টেরলিংক সুয়ারেজের পাস থেকেই। ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ১৭ গোল করলেন সুয়ারেজ।
দ্য রিপোর্ট/এএস/ওআইসি/ডিসেম্বর ১৬, ২০১৩