ফেনীতে পাল্টাপাল্টি সমাবেশ
জেলা বিএনপি জানায়, শহরের মিজান ময়দানে শুক্রবার বিকেল ৩টায় সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে ১৮ দল। অনুমতি না পাওয়ায় তারা এসএসকে রোডের ওয়াফদা মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবারও আবেদন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসন শহরের সমবায় সুপার মার্কেটের সামনে তাদের সমাবেশ করার অনুমতি দেয়।
বিএনপি সূত্রে জানা যায়, শতাধিক সদস্যের একটি স্পেশাল টিম বৃহস্পতিবার রাত ১২টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। তারা সরকারি দলের যেকোন সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তুত।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ ট্রাংকরোডের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ডাক দিয়েছে। নাশকতা ঠেকাতে দলটিও প্রস্তুত বলে জানা গেছে। শহরে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ১৫ থেকে ২০টি পয়েন্টে অবস্থান নিয়েছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার জানান, যেকোনো নাশকতা ঠেকাতে শহরে র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।
(দিরিপোর্ট২৪/এফএস/এএস/এমএআর/অক্টোবর ২৫, ২০১৩)