ভিয়েতনামের সমুদ্র নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সাহায্য
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ৩২.৫ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে। এই সাহায্যের অর্ধেকের চেয়েও বেশি পাবে ভিয়েতনাম। যা সামুদ্রিক নিরাপত্তা খাতে ব্যয় হবে। দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর এই ঘোষণা আসলো। খবর রয়টার্সের।
বিশ্ব লিংক/ছবি আছে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভিয়েতনামে তার প্রথম সফরকালে সোমবার এই ঘোষণা দেন। তবে এই সাহায্যের সঙ্গে চীনের সম্পর্ককে তিনি অস্বীকার করেন।
সাম্প্রতিক পূর্ব চীন সাগরে চীন ও জাপানের মধ্যকার বিরোধ নিয়ে তিনি বলেন, গভীর আলাপ-আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ এই সমস্যার সমাধান দিতে পারে।
কেরি বলেন, ভিয়েতনামকে ১৮ মিলিয়ন সাহায্য দেওয়া হবে। এর মাধ্যমে উপকূলীয় পাহারা আরও জোরদার করা হবে। যা যেকোনো দুর্যোগে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে সাহায্য করবে। এই তহবিলের অর্থে ২০১৪ সালে ৫টি দ্রুতগামী টহল বোট কেনা হবে।
তিনি বলেন, এর সঙ্গে সাম্প্রতিক অন্য কোনো দেশের দেওয়া ঘোষণার সম্পর্ক নেই।
একই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী পাম বিন মিন।
ওই সফরের আগে ভিয়েতনামের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যু্ক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৭ জন আইনপ্রণেতার একটি দল কেরি সঙ্গে দেখা করেন। কেরি এ বিষয়ে বলেন, ভিয়েতনামের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে।
এই সহযোগিতায় আরো অন্তর্ভূক্ত রয়েছে অর্থনীতি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও বাণিজ্য।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ১৬, ২০১৩)