লাশ দেখে লাশ হয়ে ফিরলেন মিনু
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকায় বান্ধবীর মায়ের মৃতদেহ দেখতে এসে ট্রেনের ধাক্কায় নিজেই না ফেরার দেশে চলে গেলেন গৃহবধূ মরিয়ম পারভীন মিনু (৪০)।
খিলগাঁও ট্রেন ক্রসিং এলাকায় সোমবার বিকালে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিনু স্বামীর সঙ্গে শাহজাহানপুর দক্ষিণ বাগিচার ৪১/১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের স্বামী কাজী আমিনুর রহমান জানান, মিনু তার বান্ধবীর মায়ের মৃত্যুর খবর শুনে খিলগাঁও এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে খিলগাঁও রেল ক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনইউডি/এসবি/ডিসেম্বর ১৬, ২০১৩)