মৌলভীবাজারে জাতীয় সঙ্গীত ও শোভাযাত্রা
মৌলভীবাজার সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের গণজাগরণ মঞ্চ বিকেল ৪টা ৩১ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে একাত্মতা ঘোষণা করে। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বিজয় দিবস উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণজাগরণ মঞ্চের আয়োজনে ঘণ্টাব্যাপী দেশের গান, গণসঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বিকেল ৪টা ৩১ মিনিটে দাঁড়িয়ে ‘আমার সোনার বাংলা’ জাতীয় সঙ্গীত পরিবেশন করে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী, সাইয়্যিদ মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, উদীচীর অ্যাডভোকেট মকবুল হোসেন ও গণজাগরণ মঞ্চ মৌলভীবাজারের আহবায়ক নাসির জামান প্রমুখ।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
(দ্য রিপোর্ট/টিএফ/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)