স্ত্রীর হাতেই খুন হন এএসআই হুমায়ুন
দ্য রিপোর্ট প্রতিবেদক : স্ত্রীর হাতেই খুন হয়েছেন রাজধানীর শাহআলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির। দাম্পত্য কলহের জের ধরেই স্বামীকে হত্যা করা হয়। স্বামী হত্যার দায়ও মাথা পেতে নিয়েছেন স্ত্রী রহিমা সুলতানা রুমি।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাল্লাউদ্দিন আহমেদ দ্য রিপোর্টকে এমনই তথ্য জানিয়েছেন।
সাল্লাউদ্দিন আহমেদ বলেন, ‘শনিবার রাত ২টার দিকে রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুরের একটি বাসা থেকে পুলিশের এএসআই হুমায়ুন কবিরের (৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী রহিমা সুলতানা রুমিকে (২৭) আটক করা হয়।’
তিনি বলেন, ‘ঘটনার সময় এএসআই হুমায়ুনের স্ত্রীকে সন্দেহ করা হয়। পরে তাকে ও কাজের মেয়েকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রুমি স্বীকার করেছে তিনিই তার স্বামীকে হত্যা করেছেন। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতেও রাজি হয়েছেন তিনি।’
এ হত্যাকাণ্ডের নেপথ্যে দাম্পত্য কলহের জের রয়েছে বলেও জানান ওসি।
মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাইন উদ্দিন বলেন, ‘যেহেতু হুমায়ুনের স্ত্রী রুমি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তাই তাকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। আর তিনি যদি আদালতে এ জবানবন্দি না দেন তাহলে আদালতে তার জন্য রিমান্ড চাওয়া হবে।’
(দ্য রিপোর্ট/এনইউডি/এএইচএস/এনডিএস/ডিসেম্বর ১৭,২০১৩)