দিল্লিতে ‘ধর্ষণ’ বেড়েছে দ্বিগুণ
কলকাতা প্রতিনিধি : দিল্লিতে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের একবছর পূর্ণ হলো সোমবার৷ পরিসংখ্যান বলছে, এ ঘটনার পর দিল্লিতে দ্বিগুণ হয়েছে ধর্ষণের অভিযোগ। ৫ গুণ বেড়েছে শ্লীলতাহানির অভিযোগ৷
দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়৷ প্রশ্নের মুখে পড়ে দিল্লি পুলিশ৷ এরপর নানা ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ৷ খোলা হয়েছে নারীদের জন্য বিশেষ হেল্পলাইন৷ প্রতিটি থানায় নারীদের জন্য হেল্প ডেস্ক৷ কিন্তু পরিসংখ্যান বলছে, দিল্লি গণধর্ষণকাণ্ডের পর কয়েকগুণ বেড়েছে নারীদের সঙ্গে অপরাধের সংখ্যা৷
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, ২০১২ এর ১৬ ডিসেম্বর দিল্লিকাণ্ডের পর থেকে এ বছর ৩০ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১ হাজার ৪৯৩টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে৷ সংখ্যাটা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি৷ আরও পরিষ্কার করে বললে, গত ১৩ বছরে সব থেকে বেশি৷
শুধু ধর্ষণই নয়, বেড়েছে শ্লীলতাহানির অভিযোগও৷ গত বছরের তুলনায় শ্লীলতাহানির অভিযোগ বেড়েছে ৫ গুণ৷ গত বছর ৬২৫টি শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল, এবার সেই সংখ্যা বেড়ে ৩ হাজার ২৩৭৷
পাল্লা দিয়ে বেড়েছে উত্ত্যক্তের সংখ্যাও৷ যদিও দিল্লি পুলিশের দাবি, অভিযোগ বাড়ার আসল কারণ হল সচেতনতা এবং পুলিশি উদ্যোগ৷ তাদের দাবি, এখন নারীরা সাহস করে, এগিয়ে এসে অভিযোগ দায়ের করছেন৷ তাই বাড়ছে অপরাধের পরিসংখ্যান৷
(দ্য রিপোর্ট/এসএম/এনডিএস/ডিসেম্বর ১৭,২০১৩)