কলকাতা প্রতিনিধি : ভারতের রাজধানী রাজ্য দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন লেফটেন্যান্ট গভর্ণর নাজিব জং। দিল্লি বিধানসভা ভোটে কোনও দলই সরকার গঠনের ম্যাজিক ফিগার পায়নি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিজেপি ও আম আদমি পার্টি কেউই সরকার গঠনে রাজি হয়নি।এমত অবস্থায় আম আদমি পার্টিকে কংগ্রেস সমর্থন দিতে রাজি হলেও সেই সমর্থন নিতে রাজি হয়নি।

প্রসঙ্গত, ৭০ আসনের বিধানসভায় বিজেপি পায় ৩২টি আসন, আম আদমি পার্টি জেতে ২৮টি আসন, কংগ্রেস পায় ৮টি আসন, অন্যান্য দল পায় ৮টি আসন। সরকার গড়তে হলে দরকার ৩৬ জন বিধায়কের সমর্থন। সেক্ষেত্রে সরকার গড়তে হলে বিজেপির আরও ৪ বিধায়কের সমর্থন লাগত। আম আদমি পার্টি এবং বিজেপি-কোনো সমর্থন দেওয়া-নেওয়ায় রাজি না হওয়ায় শেষ পর্যন্ত দিল্লিতে রাষ্ট্রপতি শাসনই জারি হতে চলেছে।

(দ্য রিপোর্ট/এসএম/এপি/ডিসেম্বর ১৬, ২০১৩)