বরিশাল সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিন সকালে একটি স্থানে পিকেটিং করেছে ছাত্রদল। পুলিশের বাড়তি নিরাপত্তার কারণে বেলা বাড়ার পর আর কোথাও অবরোধকারীদের দেখা যায়নি। অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে বাস চলাচল করছে না। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীতে যান চলাচল রয়েছে স্বাভাবিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাখোটিয়া সড়কে সকাল সাড়ে ৭টায় গাছের গুঁড়ি ফেলে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে ছাত্রদল। এ ছাড়া আর কোথাও অবরোধকারীরা পিকেটিং করতে পারেনি পুলিশের নজরদারির কারণে। সকাল থেকেই নগরীতে যান চলাচল করছে। অফিস-আদালত, ব্যাংক-বীমার কার্যক্রম চলছে। বেলা বাড়ার পর ব্যবসা-প্রতিষ্ঠান খুলতে শুরু করে।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের এক প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাবের টহল দল ও ৬০০ পুলিশ মোতায়েন আছে।

(দ্য রিপোর্ট/বিএস/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)