পাবনায় বিক্ষোভ, জামায়াত নেতা গ্রেফতার
পাবনা সংবাদদাতা : টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভের মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে মঙ্গলবার সকাল ৮টার দিকে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এদিকে সকাল ৯টার দিকে শহরের বাবলাতলা এলাকার বাসা থেকে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্দুর রউফকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদরুদ্দোজা জানান, তার বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, অবরোধে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এসআর/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)