রামপুরায় মিছিল ককটেল বিস্ফোরণ, আটক ১
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথমদিন মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এ সব ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।
রামপুরার বৌবাজার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে রামপুরা থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এদের ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপাসিন্ধু জানিয়েছেন।
অপর এক ঘটনায় সকাল ৮টার দিকে হাতিরঝিল এলাকায় মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। পুলিশ এসে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ ঘটনায় কেউ আটক কিংবা আহত হয়নি।
সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা পেট্রোল পাম্পের কাছে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পর পুলিশ সেখানে এসে পৌঁছায়। এ ঘটনায় কেউ আহত কিংবা আটক হননি।
(দ্য রিপোর্ট/কেজেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১৭, ২০১৩)