লক্ষ্মীপুরে অবরোধ-হরতাল চলছে ঢিলেঢালা
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে জেলা জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল ও ১৮ দলের ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিন মঙ্গলবার সকালে একটি স্থানে পিকেটিং করেছে ছাত্রশিবির। জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহম্মদ র্যাবের হাতে নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার লক্ষ্মীপুরে জেলা জামায়াত এ হরতালের ডাক দেয়।
পুলিশের বাড়তি নিরাপত্তার কারণে বেলা বাড়ার পর আর কোথাও অবরোধকারীদের দেখা যায়নি। অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে বাস চলাচল করছে না। পৌরশহরে যান চলাচল রয়েছে স্বাভাবিক।
শুক্রবার গভীর রাতে জেলা শহরের উত্তর তেমুহনী বাসস্ট্যান্ডের নিজ বাসায় র্যাব অভিযান চালিয়ে ডা. ফয়েজকে র্যাব পরিচয়ে হত্যা করে বলে পরিবারের সদস্যসহ দলীয় নেতারাও অভিযোগ করেন। উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড লিল্লাহ মসজিদের সামনে আয়োজিত জানাজা অনুষ্ঠানের আগেই জামায়াত এ কর্মসূচি দেয়।
এদিকে গত হরতাল ও অবরোধে জেলায় বিভিন্ন সড়কের প্রায় ২০০ গাছ কেটে সড়ক অবরোধ করায় জেলা শহরের সঙ্গে রামগঞ্জ, রায়পুর ও রামগতির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, অসংখ্য গাছ কেটে সড়কে ফেলায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় কোথাও যাওয়া যাচ্ছে না। তার পরও আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখে শহরে পুলিশ টহলে রয়েছে।
(দ্য রিপোর্ট/এমআরএস/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)