লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সদর উপজেলার বটতলী বাজার এলাকার চরচামিতা নার্সারির ওয়াপদা খালের পাশ থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী চাটখিল উপজেলার সত্তমপুর এলাকার খোকনের ছেলে মো. খোরশেদ আলম সুমন (৪০) ও সদর উপজেলার বশিকপুর ইইনয়নের মো. আব্দুল মান্নান (৪৫)। রবিবার রাতে র‌্যাবের অভিযানের পর থেকে তারা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হলেও বেলাল নামে আরও এক বিএনপিকর্মী নিখোঁজ রয়েছেন। সদর থানার ওসি ইকবাল হোসেন মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১১-এর অভিযানে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বিএনপি নেতা ও বাবুল বাহিনীর প্রধান আসাদুজ্জামান বাবুল র‌্যাবের গুলিতে নিহত হন। এ সময় মো. খোরশেদ আলম সুমন নামের তার বাহিনীর আরেক সদস্য নিহত হলেও তার মৃতদেহ পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমআরএস/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)