সূচকে ধীর গতি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। শুরুতে সূচকে কিছুটা ঊর্ধ্বগতি থাকলেও দুপুর ১টার পর থেকে ধীর গতি লক্ষ্য করা গেছে। তবে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার।
দুপুর দেড়টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৯৩ পয়েন্টে।
আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ১৭ লাখ ৯৮ হাজার টাকা।
রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৮০ পয়েন্টে অবস্থান করে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪১৯ পয়েন্টে। লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫১ কোটি ৭০ লাখ টাকা।
দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ১৭, ২০১৩)