লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে মঙ্গলবার ১৮ দলের অবরোধ ও জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পাটগ্রামে তিন শিবিরকর্মী নিহতের প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত-শিবির। লালমনিরহাট-বুড়িমারী রেলপথ ও বাউরা এলাকায় মহাসড়ক কেটে সড়ক অবরোধ করেছে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে সকালে লালমনিরহাটে খণ্ড খণ্ড মিছিল করছে ১৮ দলের নেতাকর্মীরা। বাউড়া, আউলিয়ারহাট, কাফিরবাজারসহ বিভিন্ন স্থানে লালমনিরহাট-বুড়িমারী রেলপথ ও লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা এলাকায় মহাসড়ক কেটে সড়ক অবরোধ করেছে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা। বন্ধ রয়েছে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য।

রেলওয়ে অফিসে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। স্পর্শকাতর স্থানগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। টহল দিচ্ছে বিজিবি ও র‌্যাব।

(দ্য রিপোর্ট/টিই/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)