আলহাজ টেক্সটাইলের এজিএম পেছাল
দ্য রিপোর্ট প্রতিবেদক: অনিবার্য কারণবশত বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইলের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) পেছানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ কোম্পানির ৩১তম এজিএম আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ দিন ধানমন্ডি ক্লাব, মেট্রো শপিং মল, হাউজ-১, রোড-১২ (নতুন), ধানমন্ডি ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে।
এর আগে ১৫ ডিসেম্বর মিল প্রাঙ্গণ, আইকে রোড, ঈশ্বরদী পাবনায় এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
(দ্য রিপোর্টি/শাহ/এইচকে/ডিসেম্বর ১৭, ২০১৩)