দ্য রিপোর্ট প্রতিবেদক : ফ্রান্স-জার্মান এলিজে (বন্ধুত্ব) চুক্তির ৫০ বৎসর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ফ্যাশন শোর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও চট্টগ্রাম এবং গ্যেটে ইন্সটিটিউট ঢাকা। ফ্যাশনশোয়ে প্রদর্শিত পোশাকগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

নিলামে বিক্রয়ের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে অর্জিত অর্থ Actionaid Bangladesh কে প্রদান করা হবে, যা রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। এটি অনুষ্ঠিত হবে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা লা গ্যালারিতে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন, গ্যেটে ইন্সটিটিউটের পরিচালক জুডিথ মিশব্যাহগার এবং পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ। এ প্রকল্পের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানগুলো হলো ফ্রেঞ্চ ফ্যাশন নিটিং প্রাইভেট লিমিটেড, গেটকো, আড়ং এবং ফারজানা সাকিল।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/এমসি/ডিসেম্বর ১৭, ২০১৩)