দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কাজকর্ম চলছে স্বাভাবিক। মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত সময়েই বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হয়েছেন।

তবে চোখে পড়ার মতো নিরাপত্তা ব্যবস্থা নেই সচিবালয়ের ভেতরে ও বাইরে। সচিবালয়ের ১ ও ২ নম্বর ফটকের সামনের সড়কের একটি অংশ দিয়ে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না।

বাণিজ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।

তবে সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম। এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি দর্শনার্থী অপেক্ষা কক্ষ প্রায় দর্শনার্থী শূন্য দেখা গেছে।

লিফটগুলোর সামনে লোকজনের তেমন ভিড় নেই। কর্মকর্তারাদের কেউ কেউ অফিসে আসতে অফিসের গাড়ি ব্যবহার করেননি। তাই অনেক স্থানে পার্কিংয়ের স্থানগুলো ফাঁকা পড়ে আছে।

নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

(দ্য রিপোর্ট/আরএমএম/শাহ/এমডি/ ডিসেম্বর ১৭, ২০১৩)