সাতক্ষীরা সংবাদদাতা : পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনীর অভিযান সোমবার রাতে জেলার বিভিন্ন স্থান পরিচালিত হয়েছে। যৌথবাহিনী এ সময় ৯ জামায়াত-শিবির ও বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে।

এরা হচ্ছেন- পাটকেলঘাটা থানার মোস্তাফিজুর রহমান, ইস্রাফিল হোসেন, আশাশুনির মেহেদী হাসান, আরশাদ আলী, শ্যামনগরের মহসিন আলী, আব্দুল হামিদ, আক্তার হোসেন, আনিছুর রহমান ও আরশাদ আলী।

আটকদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুনসহ একাধিক মামলা রয়েছে।

যৌথবাহিনীর অভিযান চলাকালে সাতক্ষীরার আগরদাড়ী ও পাটকেলঘাটা এলাকায় বিক্ষুব্ধ জনতা ৬ জামায়াত নেতার বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে।

সাতক্ষীরা শহরসহ জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সকাল থেকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছে।

সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর জানান, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)