দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতা আসম হান্নান শাহকে মঙ্গলবার জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের হাকিম আরিফুর রহমান তাকে জামিন দেন।

পুলিশ ২৬ নভেম্বর হান্নান শাহকে গ্রেফতার করে রিমান্ডের জন্য আবেদন করলে ম্যাজিস্ট্রেট আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে জামিনের জন্য আবেদন করলে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না পেয়ে মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী। ৫ হাজার টাকার বন্ডে মহানগর হাকিম তাকে জামিন দেন।

উল্লেখ্য, জামিন পাওয়া সত্বেও অন্য মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

হান্নান শাহের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও এমদাদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ আলম তালুকদার।

(দ্য রিপোর্ট/ জে/ এমসি/শাহ/এমডি/ ডিসেম্বর ১৭, ২০১৩)