কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধমর্ঘট
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নূর হোসেন দুলালের খুনিদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে জেলায় এ ধর্মঘট শুরু হয়েছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতিসহ ৫টি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের সমর্থনে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় কালোব্যাজ ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন নেতাকর্মীরা। মিছিল থেকে অবিলম্বে দুলাল হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলায়েত হোসেন জানান, নিহত দুলালের স্ত্রী বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে হত্যা মামলা করেছেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, শনিবার রাতে কুষ্টিয়া শহরের হাউজিংয়ে নিজ বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নূর হোসেন দুলাল। পর দিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে পরিবহন ধর্মঘটের আলটিমেটাম দিয়েছিলেন মালিক-শ্রমিক নেতারা।
(দ্য রিপোর্ট/এফএপি/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)