ইউসুফের সাক্ষীর জেরার অনুমতি পেল আসামিপক্ষ
দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে প্রসিকিউশনের ১২-১৮তম সাক্ষীকে জেরা করার অনুমতি পেলেন আসামিপক্ষ।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জেরা করার অনুমতি প্রদান করে এ আদেশ দেন। আগামী ২৩, ২৪, ২৯, ৩০ ডিসেম্বর এই ৭ জন সাক্ষীর জেরা করতে পারবে আসামিপক্ষ। এর আগে গত রবিবার ট্রাইব্যুনালের আদেশ পুর্নবিবেচনার আবেদন করেন ইউসুফের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান।
উল্লেখ্য, হরতাল ও অবরোধের কারণে আদালতে ইউসুফের সিনিয়র আইনজীবী না আসায় প্রসিকিউশনের ১২-১৮তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে জেরা বন্ধের আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল-২।
(দ্য রিপোর্ট/এসএ/এফএস/শাহ/এমডি/ডিসেম্বর ১৭, ২০১৩)