নতুন প্লান্ট স্থাপন করবে বিডি থাই
দ্য রিপোর্ট প্রতিবেদক: গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে নতুন প্লান্ট স্থাপন করবে বিডি থাই। এক্সট্রুশন প্রেস নামে (ইউনিট-৩) এ প্লান্ট দ্রুত স্থাপন করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন প্লান্টের যন্ত্রপাতি বাবদ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা। যন্ত্রপাতিগুলো বিদ্যমান সুযোগ-সুবিধার মধ্যে (অবকাঠামো, জমি, গ্যাস বিদ্যুৎ) ব্যবহার্য।
নতুন প্লান্ট স্থাপন করা হলে উৎপাদন দ্বিগুণ হবে এবং এতে মুনাফা বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১৭, ২০১৩)