নকল ওষুধ তৈরি বন্ধে হাইকোর্টে রিট
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে বিভিন্ন কোম্পানির তৈরি করা ওষুধের মূল্য তালিকা প্রস্তুত ও নকল ওষুধ তৈরি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
একই সঙ্গে সব ওষুধ বাজারজাত বন্ধ কারার লক্ষ্যে মনিটরিং সেল গঠন, সরকারের উাদ্যোগে বিনামূল্যে সরবরাহ করা ওষুধের তালিকা দৈনিক পত্রিকায় প্রকাশ ও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসিতে ওষুধ বিক্রি বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রুল জারিরও আবেদন জানানো হয়।
মঙ্গলবার সাড়ে ১২টার সময় সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জে আর খানের পক্ষ থেকে আইনজীবী শরিফ ইউ আহমেদ ও মিরাজ মাহমুদ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। ওই আবেদনে আইন ও স্বাস্থ্য মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদফতরের ডিরেক্টর জেনারেলকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, নভেম্বর মাসে বিনা নোটিশে ওষুধের দাম বাড়ানো হয়েছিল। এখন আবার ওষুধের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। তার পরিপেক্ষিতে এই রিট আবেদন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এসএ/এফএস/শাহ/এমডি/ডিসেম্বর ১৭, ২০১৩)