দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার প্রয়াত সর্বোচ্চ নেতা কিম জং ইলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করছে দেশটির জনগণ।

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার কর্মকর্তা কিম জং ইলের স্মরণানুষ্ঠানে জড়ো হয়েছে।

টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ভিডিওতে কিম জং ইলের তৃতীয় সন্তান ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উন তার বাবার স্মরণানুষ্ঠানে অংশ নিয়েছেন।

দেশটির সেনাবাহিনীর প্রধান কিম ইয়ং ন্যাম, কিম জং ইলের স্মরণানুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার কিম উং ইলের সমাধির সামনে দাঁড়িয়ে তার ছেলে কিম জং উনের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন।

২০১১ সালের ১৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিম জং ইল। বাবা কিম ইল সাংয়ের মৃত্যুর পর সমাজতান্ত্রিক দেশটির প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করে গেছেন। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/শাহ/এমসি/ডিসেম্বর ১৭, ২০১৩)