পাহাড়পুর জাদুঘরের ক্যাশ অফিসারের বিরুদ্ধে চার্জশিট
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রায় পৌনে ২ লাখ টাকা আত্মসাতের দায়ে নওগাঁর পাহাড়পুর জাদুঘরের ক্যাশ অফিসার মো. মেহেদী হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরই এ চার্জশিট আদালতে পাঠানো হবে বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদক সূত্র জানায়, ২০০১ সালের ১৮ জুলাই থেকে ২০০৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে আসামি মো. মেহেদী হাসান পাহাড়পুর জাদুঘরে কর্মরত থাকাকালীন অবস্থায় মোট ১ লাখ ৮৭ হাজার ৮২৬ টাকা আত্মসাত করেন। এর মধ্যে বিভিন্ন সময় ব্যাংকে জমা দেওয়ার জন্য ১৬টি চালানের মোট ৬১ হাজার ৮৯৮ টাকা, ভবিষ্যৎ তহবিলের অগ্রীম ঋণ থেকে উত্তোলিত ৮৭ হাজার টাকা এবং জাদুঘরের বিদ্যুৎ বিলের ৩৮ হাজার ৯২৮ টাকা রয়েছে। তদন্তে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। এ ছাড়া তদন্তে আসামি হিসেবে পাহাড়পুর জাদুঘরের সাবেক কাস্ট্রোডিয়ান মো. আব্দুল জব্বার সরকারের নাম এলেও তিনি মৃত্যুবরণ করায় এ দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, ৪ লাখ ৬৫ হাজার ৩২৯ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৬ সালের ১ জুন বদলগাছী (নওগাঁ) থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্তকালে আত্মসাতকৃত অর্থের পরিমাণ কমেছে। দুদকের উপ-সহকারী পরিচালক (সজেকা রাজশাহী) তানভীর আহমদ মামলাটির তদন্ত করেছেন।
(দ্য রিপোর্ট/এইচবিএস/শাহ/এসবি/ডিসেম্বর ১৭, ২০১৩)