দ্য রিপোর্ট ডেস্ক : দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। নতুন নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা ক্ষেত্রে আরো অর্থ ব্যয়ের বিষয়টি জাপানের পার্লামেন্টে অনুমোদন করা হয়েছে।

প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে পরবর্তী পাঁচবছরে জাপান ড্রোন, বিমান ও উভচর যানসহ বিভিন্ন যন্ত্রপাতি কিনবে।

এছাড়া দেশটির সেনাবাহিনী একটি নতুন উভচয় বাহিনী গড়ে ‍তুলবে। বিতর্কিত দ্বীপপুঞ্জ পুনর্দখলের উদ্দেশেই এ বাহিনী গড়ে তোলা হবে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

পূর্ব চীন সাগরে অবস্থিত কয়েকটি দ্বীপের মালিকানা জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া নিজেদের বলে দাবি করে আসছে।

আগামী বছরের জানুয়ারি থেকেই জাপান এই খাতে অর্থায়ন শুরু করবে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এর আগে জাতীয় নিরাপত্তা পরিষদও গঠন করেছেন। জাতীয় নিরাপত্তা পরিষদ দেশটির মূল ইস্যুগুলোকে তত্ত্বাবধায়ন করে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদনের ফলে পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা জাপানের জনগণ ও বিশ্বের কাছে স্বচ্ছ ও সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।

চীনের নতুন আকাশ প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করার জবাব দিতেই এ পদক্ষেপ নিয়েছে জাপান। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ লতিফ/ডিসেম্বর ১৭, ২০১৩)