তিন কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন
দ্য রিপোর্ট প্রতিবেদক : অনিবার্য কারণবশত : তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানি তিনটি হচ্ছে-খাদ্যও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস, বস্ত্র খাতের এনভয় টেক্সটাইল এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতের মেঘনা পেট্রোলিয়াম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফাইন ফুডসের ১৯তম এজিএম আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টায়, প্রজেক্ট-১, মন্ডলভোগ, মানিকখালি, কটিয়াদি, কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। এর আগে গত ৭ ডিসেম্বর এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বস্ত্র খাতের এনভয় টেক্সটাইলের ১৮তম এজিএম আগামী ২০ ডিসেম্বর, শুক্রবার সামারাই কনভেনশন সেন্টার, পান্থপথে অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ২১ ডিসেম্বর, ফ্যাক্টরী প্রাঙ্গণ, জমিরদিয়া, ভালুকা, ময়মনসিংহে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিদ্যুৎ ও জ্বালানী খাতের মেঘনা পেট্রোলিয়ামের ৩৫তম এজিএম আগামী ১৭ জানুয়ারি, শুক্রবার, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ৪ জানুয়ারি সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
(দ্য রিপোর্ট/এইচকে/রাসেল/ডিসেম্বর ১৭, ২০১৩)