দ্য রিপোর্ট প্রতিবেদক : কাদের মোল্লার ফাঁসির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের দফতরে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, পার্লামেন্টে এমন প্রস্তাব উত্থাপনের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর মতো ঘটনা ঘটিয়েছে।

তিনি আরো বলেন, পাকিস্তান ও তাদের সহযোগীরা ৭১ সালের ভূমিকার জন্য অনুতপ্ত নয়। বরং তারা অপরাধীর পক্ষে সাফাই গাইছে। আশা করি পাকিস্তান মাফ চাইবে এবং ভুল শিকা্র করবে। তারা যুদ্ধাপরাধীদের বিচারে সহযোগিতা করবে।

(বিস্তারিত আসছে…)

(দ্য রিপোর্ট/আরএমএম/নূরু/এমএআর/ডিসেম্বর ১৭, ২০১৩)