দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রস্তুতি শতভাগ থাকার পরও ঝুঁকি নিতে চাচ্ছে না বাফুফে। চারদিকে আতঙ্ক, পেট্রোল বোমা; বিএনপি-জামাতের চোরাগুপ্তা হামলায় পুড়ছে দেশ; দেশের মানুষ। সব মিলিয়ে রাজনৈতিক অচলাবস্থা দেশজুড়ে। চলছে অবরোধ। তাই শেষ মুহূর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিশ্বকাপ ট্রফি নাও আনা হতে পারে। বাফুফে সূত্রে জানা গেছে, এ ব্যাপারের সরকারের সবুজ-সংকেতের অপেক্ষায় তারা।

এর মধ্যে মঙ্গলবার ফিফার একটি বিশেষ বিমানে চড়ে দুপুর ১২টা ২৫মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে বিশ্বকাপ মূল ট্রফি। এখান থেকে ট্রফি নিয়ে যাওয়া হবে বঙ্গভবন ও গণভবনে। তারপর সোজা হোটেল রেডিসনে। সোনায় মোড়ানো ট্রফিটি ৩ দিনই রেডিসনে রাখা হচ্ছে। চলমান রাজনৈতিক অস্থিরতা; বিশেষ করে নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনা হচ্ছে না ট্রফি।

এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পিআরও অমিত বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই সম্ভবত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনা হবে না।’ তাহলে ১৫ হাজার দর্শকের কি হবে? এমন প্রশ্নের জবাবে অমিত বলেছেন, ‘হোটেল রেডিসন বা আর্মি স্টেডিয়ামকেই বিকল্প ভেন্যু করা হতে পারে। এ ক্ষেত্রে হয়তো অনুষ্ঠানের কিছু পবিবর্তনও আনা হতে পারে।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রফিটির প্রদর্শনী হওয়ার কথা ছিল বুধবার ও বৃহস্পতিবার। ওই ২দিন ৩৬.৮ সেন্টিমিটার উচ্চতার ৬.১৭৫ কেজি ওজনের বিশ্বকাপ ট্রফিটি খুব কাছ থেকে দেখার কথা ছিল ১৫ হাজার দর্শনার্থীর। এদের বেশিভাগই ফিফার অফিসিয়াল স্পন্সর কোকাকোলার ভোক্তা। কোকোকোলার বোতলের ঢাকনার নিচে গোপন নাম্বার এসএমএস করে টিকিট ট্রফি দেখার টিকিট পেয়েছিলেন দর্শনার্থীরা।

(দ্য রিপোর্ট/ওআইসি/নূরু/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)