কায়সারের অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার কায়সারের পক্ষে এ শুনানির দিন ধার্য্য করা হয়েছে।
মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন।
কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর রানা দাস গুপ্ত শুনানি করেন।
রানা দাস গুপ্ত বলেন, মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ উপস্থাপন করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশনা চেয়ে রানা দাসগুপ্ত বলেন, একাত্তর সালে হবিগঞ্জে কায়সার বাহিনী নামে একটি বাহিনী গঠন করে সৈয়দ কায়সার।
আইনজীবী বলেন, তার বিরুদ্ধে আনিত ১৮টি অভিযোগের বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক।
এ সময় আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার উপস্থিত ছিলেন।
জামিনে থাকা সৈয়দ মোহাম্মদ কায়সার ট্রাইব্যুনালে হাজির হন।
১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ আনে প্রসিকিউশন।
(দ্য রিপোর্ট/এসএ/নূরু/এসবি/ডিসেম্বর ১৭, ২০১৩)