ঢাবি প্রতিবেদক : চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইয়ামিন সাজেদের ওপর হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে গিয়ে কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগ নেতারা হামলাকারী ছাত্রলীগ নামধারী রাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি এমএম জসিম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, দফতর সম্পাদক সানাউল হক সানি, কার্যকরী সদস্য মতিউর তানিফ, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, এ ধরনের ঘটনার কারণে আমরা লজ্জিত। ভবিষ্যতে এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে উল্লেখ করেন তিনি।

একই সাথে ক্যাম্পাসে সাংবাদিকদের সকল প্রকার নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন সোহাগ।

উল্লেখ্য, ১৭ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতা রাকিবের নেতৃত্বে হামলার শিকার হন দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইয়ামিন সাজেদ।

(দি রিপোর্ট/জেএইচ/নূরু/এসবি/ডিসেম্বর ১৭, ২০১৩)